দেশের বিভিন্ন প্রান্তে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। নতুন এই ট্রেন নিয়ে রেল মন্ত্রক একাধিক পদক্ষেপও নিচ্ছে। তবে এতদিন যে বন্দে ভারত এক্সপ্রেসগুলো চলছে প্রতিটিতে চেয়ার কার রয়েছে। স্লিপার কোচ নেই। তবে এবার বন্দে ভারতে স্লিপার কোচও থাকছে।
জানা গিয়েছে, দূর পাল্লার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসগুলোতে ১৫টি করে কোচ থাকবে। ১৫ টি কোচের মধ্যে 10টি হবে তৃতীয় শ্রেনির এসি কোচ। 4টি হবে দ্বিতীয় শ্রেনির এসি কোচ। আর একটি হবে প্রথম শ্রেনির এসি কোচ। তৃতীয় শ্রেণীর এসি কোচে ৬১টি বার্থ থাকবে। দ্বিতীয় শ্রেণীর কোচে ৪৮টি বার্থ থাকবে এবং প্রথম শ্রেণীর কোচে ২৪টি বার্থ থাকবে।
রেলের এক সূত্রের খবর, বন্দে ভারতের প্রথম স্লিপার ট্রেনটি দিল্লি পাটনা রুটে চলতে পারে। এরপর ধীরে ধীরে সব রুটেই বন্দে ভারত স্লিপার চলবে বলে জানা গিয়েছে।
Comments are closed.