জাতীয় জুনিয়র সাঁতারে রেকর্ড গড়লেন বেদান্ত মাধবন, অভিনেতা বাবার টুইটে উচ্ছ্বাস

সাঁতারে জাতীয় রেকর্ড গড়ল বেদান্ত মাধবন। জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জয় করল বেদান্ত মাধবন। এই কথা টুইটের মাধ্যমে জানিয়েছেন, বেদান্তের বাবা বলিউড অভিনেতা রঙ্গনাথন মাধবন। টুইটে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে উচ্ছ্বাসিত আর মাধবন। জানিয়েছেন, ১৫০০ মিটার ন্যাশনাল জুনিয়র রেকর্ড ভেঙেছে বেদান্ত। অভিনন্দন।

এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সোনা, রুপো ও ব্রোঞ্জ জিতেছেন বেদান্ত। সংবাদ মাধ্যমকে বেদান্ত জানিয়েছেন, বাবার ছত্রছায়ায় থেকে নিজের পরিচয় গড়তে চাই না। এমন কিছু করতে চাই, সবাই যেন আমাকে চেনে। বাবা যেন আমার জন্য গর্বিত হতে পারে। ইনস্টাগ্রামেও ছেলের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা মাধবন। তিনি লিখেছেন, আপনাদের সবার আশীর্বাদে, শুভেচ্ছায় ও ঈশ্বরের কৃপায় বেদান্ত ফের আমাদের গর্বিত করেছে। জুনিয়র ন্যাশনাল সাতাঁর প্রতিযোগিতায় তিনটি গোল্ড ও একটি সিলভার মেডেল পেয়েছে সে।

Comments are closed.