শৈলজার জায়গায় কেরলের স্বাস্থ্যমন্ত্ৰী বীনা জর্জ, সাংবাদিকতা ছেড়ে এসেছেন বাম রাজনীতিতে
সূত্রের খবর, শৈলজা টিচারের স্থলাভিষিক্ত হচ্ছেন বীনা জর্জ
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় বারের জন্য শপথ নিতে চলেছে পিনারাই বিজয়ন সরকার। নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বীনা জর্জ। আগেই জানা গিয়েছিল নতুন মন্ত্রিসভায় নাম থাকছে না কে কে শৈলজার। সূত্রের খবর, শৈলজা টিচারের স্থলাভিষিক্ত হচ্ছেন বীনা জর্জ।
মঙ্গলবারই জানা গিয়েছিল কেরলে করোনা মোকাবিলায় গোটা বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছিল সেই কে কে শৈলজার নাম নেই নয়া মন্ত্রিসভায়। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্ৰী নিপা ভাইরাসের বিরুদ্ধেও মোকাবিলায় সুনাম অর্জন করেছিলেন। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। যদিও এই বিষয়ে মাটটানুর কেন্দ্র থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী সিপিএম বিধায়ক শৈলজা জানিয়েছিলেন, এটা পার্টির সিদ্ধান্ত। যা আমি মেনে নিয়েছি।
অন্যদিকে নতুন স্বাস্থ্যমন্ত্ৰী বীনা জর্জ সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে পা রেখেছেন। ২০১৬ বিধানসভা ভোটেও তিনি আরানমুলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। পাঁচ বছর পর ফের একই কেন্দ্রে জিতে পুনরায় নির্বাচিত।
সূত্রের খবর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজের হাতে রাখবেন স্বরাষ্ট্র দফতর, তথ্য প্রযুক্তি ও সংখ্যালঘু কল্যাণ দফতর। নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন কেএন বালা গোপাল, শিল্প ও আইনমন্ত্ৰী হচ্ছেন পি রাজীব। সাধারণ শিক্ষা এবং শ্রমমন্ত্রিত্ব পাচ্ছেন ভি সিভানকুট্টি।
উল্লেখযোগ্যভাবে সাংবাদিকতার পেশা ছেড়ে বাম রাজনীতিতে যোগ দেওয়া কেউ কেরলে মন্ত্রী হচ্ছেন, যা নজিরবিহীন। আবার গত ৪০ বছরের এই প্রথম বার রাজ্যে ক্ষমতায় থাকা দলই দ্বিতীয় বারের জন্য সরকার গড়ল।
Comments are closed.