ফাঁকা মাঠে দাপাচ্ছেন গৌতম, চায়ে পে চর্চায় ওমপ্রকাশ, উত্তরে প্রচারে ঝড় তৃণমূলের
রাজ্যজুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল শিবির
সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি। সেই মতো রাজ্যজুড়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল শিবির। সোমবার সাত সকালে উত্তরের শিলিগুড়িতে প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। অন্যদিকে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে প্রার্থী গৌতম দেব। সেখানে তিনিই এখনও পর্যন্ত একমাত্র ঘোষিত প্রার্থী। ফলে বিজেপি-সিপিএম যখন প্রার্থী বাঁচতে ব্যস্ত তখন প্রচারে ঝড় তুলছেন রাজ্যের বিদায়ী পর্যটন মন্ত্রী। সবমিলিয়ে উত্তরের শিলিগুড়ি-জলপাইগুড়িতে জমে উঠেছে তৃণমূলের প্রচার।
সোমবার সকালে চায়ে পে চর্চার ঢঙে শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি চায়ের দোকান থেকে প্রচার শুরু করেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। দলের পুরোনো কর্মীদের ভোট ময়দানে নামার আবেদন জানান ‘বহিরাগত’ প্রার্থী। ওমপ্রকাশ অবশ্য নিজের বহিরাগত সত্ত্বা লুকোচ্ছেন না। হিলকার্ট রোডের চায়ের দোকানে সব দলের নেতা কর্মীদেরই অবাধ যাতায়াত। নতুন প্রার্থী
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন, বাইরের লোক হলেও আমি ঘরের লোকের সমর্থনেই জিতব। কিন্তু তা কী করে সম্ভব? ওমপ্রকাশ মিশ্র জানাচ্ছেন, মানুষ তাঁকে নয় মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেবেন। তাই জয় নিশ্চিত বলেই মনে করছেন জলপাইগুড়ির মালবাজারে জন্ম নেওয়া ওমপ্রকাশ মিশ্র।
এদিকে তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের অন্দরে ক্ষোভ দেখা যায়। এই কেন্দ্র থেকে টিকিটের অন্যতম দাবিদার তৃণমূল নেতা নান্টু পাল প্রকাশ্যেই জানিয়ে দেন বহিরাগত প্রার্থী মানবেন না। উষ্মা প্রকাশ করেন অপর দাবিদার তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকারও। রঞ্জনকে কলকাতায় ডেকে পাঠান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জি বৈঠকে বসেন রঞ্জন সরকারের সঙ্গে। সূত্রের খবর, বৈঠকের পর ক্ষোভ ভুলে প্রার্থীর হয়ে প্রচারে নামছেন রঞ্জন। তাঁকে বেশকিছু অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
এদিকে, নান্টু পাল এখনও নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তে অটল।
তৃণমূলের সব আসনের প্রার্থী ঘোষণা হলেও, বাকি দলগুলি এখনও উত্তরবঙ্গে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। সেই দিক থেকে কার্যত ফাঁকা মাঠে প্রচারে ঝড় তুলতে শুরু করে দিলেন পর্যটন মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব।
Comments are closed.