আর কয়েকটি দিন। তারপরেই ঢাকে কাঠি পড়বে। বাংলায় এখন পুজোর আমেজ। অন্যদিকে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। এর মধ্যেই বৃহস্পতিবারের কর্মী সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানান, ১১ নভেম্বর থেকে ভোটার লিস্টের কাজ শুরু হবে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটার কার্ড সংশোধনের পাশাপাশি তালিকায় নতুন নাম তোলার কাজও হবে এই কদিন।
বক্তব্যের মধ্যেই মুখ্যমন্ত্রী জানান, “১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ শুরু হবে। কার্ড সংশোধন, নতুন নাম সংযোজন সব হবে। ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড হবে।” সেই সঙ্গে তিনি এও জানান, “এ বছরে ১৭ বছর উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে।”
মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, সারা বছর ভোটার কার্ড আপডেটের কাজ হবে। সেই সঙ্গে বছরে চার বার ভোটার কার্ড সংশোধনের কাজ হবে। পাশাপাশি ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর কর্মীদের ব্লকে ব্লকে ভোটার কার্ড সংশোধনের বিষয়ে প্রচারের চালানোরও নির্দেশ দেন তৃণমূল নেত্রী।
Comments are closed.