এই বছরের মাধ্যমিক পরীক্ষার দিনই উপনির্বাচন। তাই মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন হতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ। এইবছর ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আর ওইদিনই সাগরদিঘী কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে।
উপনির্বাচনের দিন কীভাবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা, সেই নিয়ে চিন্তায় মধ্যশিক্ষা পর্ষদ। চিন্তায় দিয়েছেন সাগরদিঘীর প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরবর্তী সিদ্ধান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয় মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক রাজ্যের খাদ্যপ্রক্রিয়াকরণ এবং উদ্যান প্রতিপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার। বুধবার নির্বাচন কমিশন ঘোষণা করে আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন হবে।
Comments are closed.