মেঘলা অলস দিনে অ্যাড্রিনালিন রাশ চাই? শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যা দেখে শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা স্রোত অনুভব করছেন নেটিজেনরা। দেখে নিন রোমহর্ষক সেই ভিডিও।
তামিলনাড়ুর নীলগিরির একটি ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। সেখানে দেখা যাচ্ছে, চা বাগানের মধ্যে দিয়ে সরু পাহাড়ি পথ। সেই পথে চলেছে একটি বাইক। বাইকের চালক ক্যামেরা বন্দি করেছেন ভিডিওটি। আঁকাবাঁকা পথ দিয়ে বাইকটি চলতে চলতেই একসময় দেখা যায় বেশ দূরে দুটো প্রাণী। ভালো করে দেখলে বোঝা যায় ভালুক। নিরাপদ দূরত্ব বজায় রেখে বাইক থামিয়ে দেন চালক। বাইকারকে দেখতে পায় ভালুকরা। দেখা যায় একটি শিশু ভালুককেও। আচমকাই ঘটে একটি ঘটনা…
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, নীলগিরির কোথাও একটা, অ্যাড্রিনালিন রাশ অনুভব করতে চাইলে ক্লিপের শেষ পর্যন্ত দেখুন।
Somewhere in the Nilgiris… Wait till the end of the clip if you want to feel an adrenaline rush…To the @jawamotorcycles team: We need to introduce a ‘Bear Charge’ warning on our bikes… pic.twitter.com/Zy24TuBroF
— anand mahindra (@anandmahindra) June 24, 2021
এই ভিডিও শেয়ার করার পর থেকেই ভাইরাল। প্রায় দেড় লক্ষ লোক ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। শেয়ার হচ্ছে আলোর গতিতে।
Comments are closed.