তৃষ্ণার্ত পথচারীদের মুখে জল তুলে দেওয়াই তাঁর একমাত্র নেশা। তাই বয়সকে তুড়ি মেরে দীর্ঘ ২৬ বছর ধরে তৃষ্ণার্ত মানুষের কাছে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে পৌঁছে যাচ্ছেন ‘জব্বলপুরের ওয়াটারম্যান’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছে বছর ৬৮ প্রৌঢ়ের কীর্তি।
শঙ্করলাল সোনি। বয়সকে পাত্তা না দিয়ে সকাল থেকেই বেরিয়ে পড়েন তিনি। মধ্যপ্রদেশের একাধিক জেলায় সাইকেল নিয়ে ঘুরে ঘুরে পথচারীদের জল খাওয়ান তিনি। দীর্ঘ ২৬ বছর ধরে এক নাগাড়ে তিনি এই কাজ করে চলেছেন। তীব্র গরমে শ্রমজীবী মানুষদের জল খাওয়ানোর লক্ষ্য নিয়েই পথ চলা শুরু করেছিলেন। তারপর থেকে এটাই তাঁর নেশা হয়ে গিয়েছে। শুধু শ্রমজীবী মানুষই নয়, পথ চলতি যে কোনও তৃষ্ণার্ত মানুষই তাঁর কাছে জল চাইলে পাবেন।
সকাল ১১ টা থেকে দিন শুরু হয় তাঁর। ৬৮ বছর বয়সেও রোজ সাইকেলে করে প্রায় ১০০ লিটার জল বয়ে নিয়ে মাইলের পর মাইল সাইকেল চালান শঙ্করলাল সোনি। জানা গিয়েছে, রোজ প্রায় ৪০০ মানুষের তৃষ্ণা মেটান তিনি। সম্পূর্ণ বিনামূল্যে প্রৌঢ়ের এই কাজকে কুর্ণিশ জানাচ্ছে জব্বলপুরের বাসিন্দারা। শঙ্করলাল সোনি এখন স্থানীয়দের কাছে ‘ওয়াটারম্যান’।
Comments are closed.