শুরু হয়ে গেল বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন। চলছে নন্দীগ্রামের ভোট। বৃহস্পতিবার সকাল সকাল বাইকে চেপে ভোট দিতে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ৭৬ নম্বর বুথে গিয়ে তিনি ভোট দেন। ভোটদান করে বেরিয়ে এসে একুশের নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী নন্দীগ্রাম বাসীকে ভোটদানের আর্জি জানান। সেই সঙ্গে তৃণমূলকে খোঁচা, এখানে বিকাশ জিতবে, তোষণ হারবে। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জিকে ফের একবার বেগম হারছেন বলে কটাক্ষ করেন।
[আরও পড়ুন- সিঙ্গুর থেকেও দাঁড়াতে চেয়েছিলাম, মাস্টারমশাই রাজি হলেন না]
এদিন সকাল থেকে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি বুথে বুথে ঘুরছেন। রাজ্যের সবথেকে হেভিওয়েট কেন্দ্রের সিপিএম প্রার্থীর জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গোটা নন্দীগ্রামেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।
Comments are closed.