WB Election 2021: পাঁচলায় বাড়ি ঢুকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

তৃণমূলের ৯ কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

হাওড়ার পাঁচলায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আহত হয়েছেন ৯ জন।

আর পাঁচটা কেন্দ্রের মতোই সকাল সকাল পাঁচলায় ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু বেলা বাড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পাঁচলা। সেখানে তৃণমূলের ৯ কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ, একজনের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিজেপিকে ভোট না দিলে এভাবেই মারা হবে বলে শাসিয়ে গিয়েছে বাহিনী। তারা আরও বলেন, বাড়িতে ঢুকে কেন্দ্রীয় বাহিনী নির্বিচারে মারধর করছে। গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর উর্দি পরে RSS এটা করছে। তৃণমূল কর্মী বলে তাঁদের মারধর করা হয়েছে।

অভিযোগ মানেনি বিজেপি। বিজেপির দাবি, সেখানে বেআইনি জমায়েত হয়েছিল, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে পদক্ষেপ নিতে হয়েছিল। বিজেপি জড়িত নয়।

Comments are closed.