WB Election 2021 Live: রেকর্ড সংখ্যায় ভোট দিন, গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, ভোটের সকালে ট্যুইট মোদী-মমতার
রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী।
বঙ্গে যখন ভোট যুদ্ধের ঘন্টা বেজেছে। সেই সময় বাংলাদেশে ছুটি কাটাচ্ছেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই আজ বাংলায় প্রথম দফা নির্বাচনে বার্তা দিলেন বিজেপি দলনেতা নরেন্দ্র মোদী। ভোট দাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
একই দিনে শুরু হয়েছে অসমের নির্বাচন। আসমীয়া ভাষাতেও ট্যুইট করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বাংলার মেয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সকাল সকাল ট্যুইট করে জানান, ‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।’ বিপুল সংখ্যায় ভোট নয়, গনতন্ত্রের অধিকার নিয়ে ট্যুইট করেন মমতা ব্যানার্জি।
https://twitter.com/MamataOfficial/status/1375641374091997190?s=20
Comments are closed.