WB Election 2021: আরামবাগে সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া! TMC প্রার্থীকে ঘিরে বিক্ষোভ
তৃণমূল প্রার্থীর অভিযোগ, বাঁশ দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে
তৃতীয় দফায় ভোট শুরুর পর থেকেই উত্তপ্ত আরামবাগ। বুথে তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না! অভিযোগ শুনে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীরা তাঁকে বাঁশ নিয়ে ঘিরে ধরেন। সুজাতাকে লক্ষ করে ইট ছোঁড়া হয়। সুজাতাকে নিয়ে তাঁর নিরাপত্তারক্ষীরা চাষের খেতে নেমে এলে হাতে বাঁশ, লাঠি নিয়ে তাড়া করেন। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বাঁশ দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুজাতা।
সুজাতার অভিযোগ, তাঁর এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছিল না, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট বুথে এসেছিলেন তিনি।
Petrifying visuals of @BJP4India goons attacking TMC candidate #SujataMandal, openly abusing her & threatening her with rods & sickle. If they have the guts to do this to a female candidate, imagine what they can do to your daughters. This is their ‘Beti Bachao, Beti Padhao’ pic.twitter.com/uBh4oTyNeR
— All India Trinamool Congress (@AITCofficial) April 6, 2021
গোলমালে বিজেপির বিরুদ্ধে আঙুল উঠলেও, অভিযোগ মানতে নারাজ বিজেপি। উল্টে আরামবাগে বিজেপি প্রার্থী মধুসূদন বাগের দাবি, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। তৃণমূল প্রার্থী আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির কর্মীদের মারধর করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।
এই ঘটনার পর তৃণমূল প্রার্থী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আরামবাগে দুষ্কৃতী ঢুকিয়ে রেখেছিল বিজেপি। মহিলাদের খুন, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী।
Comments are closed.