পুজোর মুখে ডিএ মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য। বৃহস্পতিবার রাজ্যের আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে আগের রায়ই বহাল থাকবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এই অবস্থায় ডিভিশন কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই তা নিয়ে প্রস্তুতি করেছে নবান্ন। তার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাখল মামলাকারী কর্মচারী সংগঠনগুলি। অর্থাৎ রাজ্য কোনও মামলা করলে কর্মচারী সংগঠনগুলোকে সেই মামলায় পার্টি করতে হবে।
দীর্ঘ দিন ধীরেই ডিএ নিয়ে জট তৈরি হয়ে রয়েছে। এই অবস্থায় গত ২০ মে ডিভিশন বেঞ্চ রায় দেয়, মহার্ঘ্য ভাতা কর্মচারীদের অধিকার। আগামী তিন মাসের মধ্যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ডিভিশন বেঞ্চের সেই রায়কে পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। এদিন সেই মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, গত ২০ মে’র রায়ই বহাল থাকবে। এদিন ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য যে বিষয়গুলি নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল আগেই মূল মামলায় তার নিষ্পত্তি হয়েছিল। ফলে পুণরায় তা পুনর্বিবেচনার জায়গা নেই।
Comments are closed.