সুন্দরবনবাসীর জন্য খুশির খবর। খুশির খবর হাওড়া-কলকাতার ভ্রমণপিপাসু মানুষের জন্যও। এবার থেকে মাত্র একটি বাসেই হাওড়া থেকে সুন্দরবন অথবা সুন্দরবন থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে। সময় ব্যয় হবে ৪ ঘন্টা। চালু হচ্ছে হাওড়া-বাসন্তী সরকারি বাস পরিষেবা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, সেই মতোই WBTC এই সরকারি বাস পরিষেবা শুরু করল বলে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানিয়েছেন।
WBTC তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে হাওড়া থেকে বাসন্তী দুটি রুটে বাস চলবে। একটি ক্যানিং-বারুইপুর হয়ে হাওড়া যাবে অন্যটি মালঞ্চ, বাসন্তী থেকে ঘটকপুকুর হয়ে হাওড়া যাবে। আবার সন্ধ্যেবেলা হাওড়া থেকে বাসন্তী পর্যন্ত বাস দুটি যাবে। জানা গিয়েছে, আগামী দিনে যাত্রী সংখ্যা বাড়লে দুটি রুটেই বাস সংখ্যা বাড়ানো হবে।
এতদিন সুন্দরবন থেকে সরাসরি হাওড়া আসার কোনও বাস ছিল না। বাস ট্রেন বদলে কলকাতায় আসতে হতো। যার ফলে বিস্তর ঝক্কি পোহাতে হতো বাসিন্দাদের। অন্যদিকে সরাসরি বাস পরিষেবা শুরু হওয়ায় সপ্তাহান্তের ছুটিতে পর্যটকদের সুন্দর বেড়াতে যেতেও খরচ কমবে।
Comments are closed.