‘মোকা’ কোনও প্রভাব ফেলেনি, এবার কি বৃষ্টির মুখ দেখবে বাংলা? যা জানাল হাওয়া অফিস 

মোকা’র ফাঁড়া কেটে গিয়েছে। মায়ানমারের সিতওয়ে বন্ধরে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড়। মৌসম ভবন পশ্চিমবঙ্গকে সতর্ক করলেও মোকা’র কোনও প্রভাব এ রাজ্যে পড়েনি। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় জলীয় বাষ্পের বদলে উষ্ণ হাওয়া রাজ্যে ঢুকেছিল, যার জেরে ক’দিন অস্বস্তিকর গরম সহ্য করতে হয়েছে রাজ্যবাসীকে। মোকা কেটে যাওয়ার পর এখন একটাই প্রশ্ন, রাজ্যে কি নতুন করে বৃষ্টির সম্ভবনা আছে? গরম থেকে কিছুটা রেহাই মিলবে কবে? 

আবহাওয়ায় দফতর সূত্রে খবর, মোকা বিদায় নেওয়ার জেরে রাজ্যে জলীয় বাষ্পের প্রবাস ঘটবে। যেখান থেকে বৃষ্টির সম্ভবনা তৈরি হবে। আগামী ১৬ মে অর্থাৎ মঙ্গলবার থেকে ২০ মে শনিবার পর্যন্ত ঝড় রাজ্যের জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। তার পর তা সমতলের জেলাগুলোতে শুরু হবে। 

তবে এর সঙ্গে আশঙ্কার খবরও দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলোতে তাপপ্রবাহ জারি থাকবে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে লু বইবে। তাপমাত্রাও ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে। 

Comments are closed.