‘উষ্ণ’ মকর সংক্রান্তির পর ফের ৩ ডিগ্রি কমল তাপমাত্রা, ফিরল শীতের আমেজ 

প্রায় ২০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে মকর সংক্রান্তি কেটেছে। আবহাওয়া দফতরের তথ্য বলছে, গত ৫৪ বছরে মকর সংক্ৰান্তির দিন তাপমাত্রা এতটা বেশি ছিল না। এক প্রকার ধরেই নেওয়া হয়েছিল যে, শীত বিদায় নিয়েছে। যদিও মাঘের শুরুতেই ফের কিছুটা শীতের আমেজ ফিরল রাজ্যে। সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার শহরের তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও স্বাভাবিকের চেয়ে এটি প্রায় ২ ডিগ্রি বেশি। তবু তাপমাত্রা কিছুটা কমায় শীতের আমেজ ফিরে এসেছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ জুড়ে তাপমাত্রা এমনটাই থাকবে। খুব একটা হেরফের হবে না। যার ফলে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ বজায় থাকবে। এদিকে হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। 

উল্লেখ্য, এবারে ঠান্ডা কার্যত অধরাই থেকে গিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়েও সেভাবে শীতের দেখা মেলেনি। মাঝে জানুয়ারির শুরু দিকে কিছুটা চেনা ছন্দে ফিরেছিল শীত। কিন্তু মকর সংক্রান্তির আগেই তা উধাও হয়ে যায়। সব মিলিয়ে ঠান্ডার এই যাওয়া আসায় শীত প্রেমীরা কিছুটা মুষড়ে পড়েছেন। 

Comments are closed.