পশ্চিমি ঝঞ্ঝা বনাম পুবালি হাওয়া। এই দুইয়ের সংঘাতে বসন্তেও ভরা বর্ষার আমেজ বাংলায়। তাহলে কি দোলের আনন্দেও বাদ সাধবে অসময়ের বৃষ্টি? আবহাওয়া দফতর অবশ্য আশার কথা শুনিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার থেকে ফের আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠবে। অর্থাৎ দোলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা তথা দক্ষিণবঙ্গে। ভিজতে পারে উত্তরবঙ্গও। এদিকে ভরা বসন্তে অসময়ের বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা বেশ কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম (১৯.৬ ডিগ্রি সেলসিয়াস)।
Comments are closed.