বৃহস্পতিবার সকাল থেকে রোদঝলমলে আকাশ। তবে আগামী ১-২ ঘন্টার মধ্যে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। হাওয়া অফিস সূত্রে এমনটাই খবর। দিন কয়েক ধরেই মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলোতে। হাওয়া অফিস জানাচ্ছে, ঘনীভূত নিমচাপের জেরেই দক্ষিণবঙ্গবাসী বৃষ্টির মুখ দেখবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। যার জেরেই বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে। সমুদ্রেও দেখা যাবে জলচ্ছাস। যার ফলে এই দু’দিন মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপের জেরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেই অর্থে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টির কোনও পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। ফলে এখনই জোরকদমে বর্ষা উপভোগ করতে পারছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
Comments are closed.