আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির সতর্কতা, কলকাতা পুরসভার সিদ্ধান্তে খুলে দেওয়া হয়েছে লকগেট

সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভাসল কলকাতা। রবিবার রাতভর বৃষ্টিতে বানভাসী তিলোত্তমা। এক টানা বৃষ্টিতে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশিরভাগ জায়গা জলমগ্ন। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ার ফল মঙ্গলবার ভোর পর্যন্ত বৃষ্টিপাত হবে। সোমবার পূর্ণিমা রয়েছে, এরপর গঙ্গায় ভরা কোটাল। এই জোড়া ফলায় কলকাতাবাসীর দুর্ভোগ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

জানা গেছে, রবিবার রাত ১১টা থেকে রাত ৩টে পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ ছিল। ফলে কয়েকঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বেশিরভাগ জায়গা। কিন্তু কলকাতা পুরসভার সিদ্ধান্তে সোমবার সকালেই খুলে দেওয়া হয় লকগেট। গঙ্গা তীরবর্তী শ্রীরামপুর, চুঁচুড়া, ব্যান্ডেল, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়ায় একাধিক রাস্তায় জল জমে ভোগামতির শিকার সাধারণ মানুষ। কলকাতা ছাড়াও হাওড়া পুরসভার অন্তত ৩০টা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। জল জমেছে পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, দাশনগর, সালকিয়া, রামরাজাতলা, বেলগাছিয়া লিলুয়া, ঘুসুড়িতে।

Comments are closed.