বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝারি বৃষ্টিপাতের পর শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। হাওয়া অফিস জানাচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশেপাশের জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
সাধারণত কলকাতায় বর্ষা আসে ১১ই জুন। বিক্ষিপ্ত বৃষ্টি হলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এইবছর নির্ধারিত সময়ের পরেই দক্ষিণবঙ্গে আসবে বর্ষা। যদিও উত্তরবঙ্গে বর্ষা হাজির হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৩ জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Comments are closed.