ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে শুক্রবার সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত চলছে। কোথাও কোথাও জল দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। কলকাতা ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতেও। কলকাতা ছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কয়েকদিনের বৃষ্টিতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। হুগলির খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এখনও বন্যা পরিস্থিতি। যদিও হাওয়া অফিস জানিয়েছে, ওইসব এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই।
Comments are closed.