চতুর্থীর সকালে কলকাতার আকাশে রোদ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
অষ্টমীর দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি সপ্তমীর দিন দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশই ঘনীভূত হয়ে শক্তি বাড়াচ্ছে। এর জেরে রবিবার অর্থাৎ সপ্তমীর দিন থেকে বৃষ্টি হয়ে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
Comments are closed.