খাতায় কলমেই শুধু বসন্ত কাল। এপ্রিলের শুরুতে প্রচণ্ড তাপপ্রবাহে জ্বলছে বাংলা। এরমধ্যে বৃষ্টির কোনও সুখবর দিতে পারছে না হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এপ্রিলের প্রথম সপ্তাহেই এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিরপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর দেরিতে বর্ষা আসবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Comments are closed.