আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। এমনই জানালো আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমেছে। আর্দ্রতাজনিত অস্বস্তিও অনেকটা কম।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও ২০ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে।
Comments are closed.