সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টিতে ভিজেই শপিং করতে হবে শহরবাসীকে

সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলো। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ১০ সেপ্টেম্বরের পর প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সামনেই পুজো। আর পুজোর আগে সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজেই শপিং করতে হবে শহরবাসীকে। বুধবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা। সারাদিন থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বলেই জানা গিয়েছে। এদিন বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পরেই বলেই জানা গিয়েছে। তবে ১০ তারিখের পর থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে শহর। কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে আগামী ১০ সেপ্টেম্বরের পর থেকে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে পুজোয় বৃষ্টি হবে কিনা এই নিয়ে কিছু বলতে পারেনি হাওয়া অফিস। তবে পুজোর আগে সপ্তাহান্তে বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে।

অন্য দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলাতেই।

Comments are closed.