দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বন্যা কবলিত। এরমধ্যেই দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সেইমত বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার।
হাওয়া অফিস সূত্রের খবর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতেই আশংকা আরও বেড়ে গেছে। ঘাটালে নৌকায় করে যাতায়াত করছে মানুষ। রাস্তার মধ্যে ত্রিপল টাঙিয়ে থাকছেন মানুষজন। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর বন্যা পরিস্থিতি হাওড়ার উদয়নারায়নপুর ও আমতায়। উদয়নারায়নপুরে খোলা হয়েছে ৩৫ টি ত্রান শিবির।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনিতেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার সহ পাঁচ জেলাতে বৃষ্টি চলছে।
বানভাসি ৩ জেলা পরিদর্শনে বেড়িয়েছেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। বন্যায় মৃত ১৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
Comments are closed.