হাওয়া অফিস আগেই জানিয়ে রেখেছিল সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার বেলা বাড়তেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছেন এর জেরে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামনেই পুজো। আর পুজোর শপিং এর জন্য সবাই বেছে নেয় উইক এন্ডকে। কিন্তু এইসময় বৃষ্টি শপিং পরিকল্পনা ভেস্তে দিতে পারে বিক্রি মনে করা হচ্ছে।
Comments are closed.