উত্তর-পশ্চিমের আবহাওয়া ঢুকছে। যার জেরে তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাবে। জেলাগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
হেমন্তেই শীতের আমেজ। ভোরের দিকে, রাতের দিকে একটা শিরশিরানি ঠান্ডা। তবে বেলা বাড়লেই গরমের অস্বস্তি। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুরোদমে শীত পড়তে এখনও কিছুটা সময় বাকি আছে। তবে তাপমাত্রা আরও খানিকটা কমবে। কালীপুজোর সময় বেশ কিছুটা শীত অনুভূত হবে। মূলত জেলাগুলোতে কার্যত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।
এদিকে উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীত ক্রমশ বাড়তে থাকবে। বিশেষ করে,পাহাড়ি অঞ্চলের এলাকাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। সব মিলিয়ে কয়েক দিনের মধ্যেই রাজ্যে শীতের পর্ব শুরু হবে।
Comments are closed.