ফের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হলেও বুধবার থেকে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ধস নামতে পারে পাহাড়ি এলাকায়। পাশাপাশি বাড়তে পারে নদীর জলস্তর। কয়েকটি এলাকায় হতে পারে প্লাবন, এমনই আশঙ্কার কথা জানিয়েছে হওয়া অফিস।
মঙ্গলবার অতি ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় করি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বুধবার থেকে পুরো উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে।
অন্যদিকে সকাল থেকেই কলকাতায় আকাশ আংশিক মেঘলা। বিকেলের পরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বুধবার থেকে বীরভূম ও মুর্শিদাবাদে দুএক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও ওড়িশার উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে।সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
Comments are closed.