চলতি বছরে কিছু দিন জাঁকিয়ে ঠান্ডা পড়লেও, কখনও পশ্চিমী ঝঞ্জা আবার কখন নিম্নচাপ শীতের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে শীতপ্রেমীদের জন্য সুখবর দিল হওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার মূলত এই দু’দিন তাপমাত্রা কমতে চলেছে। গত দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কোথাও মেঘাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতও হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। বিদায় বেলায় শীত কার্যত চালিয়ে ব্যাট করতে চলছে এমনটাই খবর।
আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছে, মূলত ৭২ ঘন্টা স্থায়ী হবে ঠান্ডা। অর্থাৎ সপ্তাহান্তে জমিয়ে শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। আরও জানা গিয়েছে, শুক্রবার সকালের দিকে কলকাতার আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি।
এদিকে জানা গিয়েছে শুক্রবার দার্জিলিং, কালিম্পিঙ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
Comments are closed.