প্রায় দু’মাস বৃষ্টিহীন, কবে ভিজবে দক্ষিণবঙ্গ? কী জানাচ্ছে হাওয়া অফিস 

তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গ বাসীর। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা বাদ দিলে কার্যত সমগ্র দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই হাঁসফাঁস পরিস্থিতি থেকে মুক্তি কবে? প্রায় দু’মাস বৃষ্টি নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই পরিস্থিতিতে বৃষ্টির খবর জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

মঙ্গলবার আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী তিনদিন গরমের তীব্রতা একই থাকবে। ২৯ তারিখ থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও এপ্রিল মাসে আর বৃষ্টির সম্ভবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, মে মাসের দুই অথবা তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। মূলত বঙ্গপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে এই সময়ে কালবৈশাখী সঙ্গে বৃষ্টি হয়ে থাকে। কিন্তু এবারে ঘূর্ণাবর্তের অবস্থানের পরিবর্তনের জন্য প্রায় দু’মাস বৃষ্টিহীন রাজ্য। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে বঙ্গপোসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি অনেকটা দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গে ঢোকার আগে অনেকটা পথ পেরোনোর কারণে শক্তি হারাচ্ছে ঘূর্ণাবর্ত। যে কারণে প্রায় দু’মাস বৃষ্টি নেই। সব মিলিয়ে আরও সপ্তাহখানেক যে তীব্র গরমের হাত থেকে রেহাই নেই, তা হাওয়া অফিসের এদিনের ঘোষণায় স্পষ্ট।  

Comments are closed.