জোরকদমে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব। করোনা আতঙ্ককে পাশ কাটিয়ে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষই প্যান্ডেল মুখী। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় দুর্গা পুজোর চেনা ছবি। এই আবহে পুজো প্রেমী বাঙালির একটাই প্রশ্ন, বাকি দিনগুলো বৃষ্টিহীন কাটবে তো? কী বলছে হওয়া অফিস? আসুন জেনে নেওয়া যাক।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার, ১২ অক্টোবর দিনভর আকাশ পরিষ্কার থাকবে। কোনও বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভবনা নেই। অর্থাৎ সপ্তমীর দিন বৃষ্টির দুর্ভোগ নেই। যদিও বাতাসে আদ্রতা বেশি থাকায়, সারাদিন একটা অস্বস্তিকর গরম থাকবে।
তবে মন খারাপের খবর, ষষ্ঠী, সপ্তমীকে রেহাই দিলেও অষ্টমী থেকেই ফিরছে বৃষ্টি। ঘনীভূত নিম্নচাপের জেরে পুজোর বাকি দিনগুলো বৃষ্টি হতে পারে।
অষ্টমীতে উপকূলবর্তী এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে নবমীর দিন বাড়বে বৃষ্টির পরিমাণ।
হওয়া অফিসের খবর অনুযায়ী, কলকাতা সহ দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলি ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভবনা রয়েছে।
দশমী থেকে বাড়তে পারে বৃষ্টি। রাজ্যের বাকি জেলাতেও বৃষ্টি হতে পারে। এছাড়াও ১৬ তারিখ থেকে উত্তর এবং দক্ষিণ দুই বাংলাতেই বাড়বে বৃষ্টি।
Comments are closed.