ফের শীতে ব্যাঘাত। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবি ও সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে শিলা বৃষ্টি হতে পারে। বুধবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিন হওয়া অফিস জানায়, দেশের পশ্চিমাংশ থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব উপকূলের দিকে আসছে। ফলে বঙ্গপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। যেখান থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভবনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই রাজ্যে মেঘলা আকাশ থাকবে।
বৃহস্পতিবার থেকে রাজ্যের তাপমাত্রার খুব পরিবর্তন না হলেও বৃষ্টির সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে। মূলত শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হওয়ার কথা। রবিবার রাতে থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মূলত শিলাবৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। ২৫ জানুয়ারির পর থেকে পুনরায় তাপমাত্রা কমতে পারে বলে মত আবহাওয়া দফতরের।
Comments are closed.