উত্তরবঙ্গে চলছে বৃষ্টি, শিলাবৃষ্টি। কিন্তু বঞ্চিত দক্ষিণবঙ্গ। এবার দক্ষিণবঙ্গের মানুষদের আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী সপ্তাহে কালবৈশাখী ঝড় হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর জন্য সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি হতে হবে। যা আগামী সপ্তাহে তৈরি হবে। সোমবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ বুধবার এইসব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১৪ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গিয়েছে। এদিনও উত্তরবঙ্গে ভাল রকমের ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। কলকাতার আকাশ সকাল থেকে মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের তাপ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
Comments are closed.