আগামী শুক্রবার থেকে বাংলা উপভোগ করবে শীতকে। কিন্তু মঙ্গলবারও বৃষ্টি হবে। জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, জাওয়াদের জন্য রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত কলকাতায় ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত এক দশকে ডিসেম্বর মাসে হয়নি।
সোমবারই জাওয়াদ নিম্নচাপ হয়ে বাংলাদেশের দিকে সরে গেছে। কিন্তু এর প্রভাব এখনই কেটে যায়নি। বাংলাদেশ লাগোয়া দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাওয়াদের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমেছে তাপমাত্রা। ফলে রাস্তায় মানুষকে শীতের পোশাক পড়তে দেখা যাচ্ছিল। কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটা ছদ্মশীত, যা স্থায়ী হবে না। তাই কোনওভাবেই এটা শীত নয়। কিন্তু জাওয়াদের প্রভাব কাটলেই বাংলায় আসবে শীত। আর সেটা এই সপ্তাহের শেষেই।
Comments are closed.