নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ১১ অগাস্ট পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও গভীর হচ্ছে। সেইকারণে এই সপ্তাহজুড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে।
কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন অংশে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। এদিন ভারী বৃষ্টিপাত হবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, এবং ঝাড়গ্রামে। ১১ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জেলাতেই। তবে পাহাড়ে এখন ভারী বা অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Comments are closed.