মাঝে কয়েক দিনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জেরে আবহাওয়া বেশ মনরোমই ছিল। চৈত্রের তাপ সেই অর্থে টের পেতে হয়নি দক্ষিণবাসীকে। তবে ফের অস্বস্তি ফিরছে। পূর্বাভাস মতোই, তীব্র গরম পড়তে চলেছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এই সঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
সোমবার সকাল থেকে পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। হাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল থেকে জুন দিনের দিকটায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে। এবং এই সময়টা বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই বলেই খবর। যার জেরে তাপপ্রবাহ বইবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। কিছুটা আশঙ্কা বাড়িয়ে আবহাওয়া দফতর এও জানিয়েছে, এপ্রিলের অন্যান্যবারের তুলনায় তাপপ্রবাহের পরিমাণ বাড়বে। তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা সহ আশপাশের জেলার তাপমাত্রা সর্বনিম্ন ২৪ ডিগ্রি এবং সর্বচ্চ ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। দিন কয়েকের মধ্যেই তাপমাত্রা ৪০ ছুঁয়ে ফেলার সম্ভবনা রয়েছে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
Comments are closed.