প্রবল বৃষ্টিপাতে ভাসছে উত্তরবঙ্গ। আগামী কয়েকঘন্টার মধ্যে ফের ঝেঁপে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। ইতিমধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি হয়েছে। নদীর জলস্তর বেড়ে গিয়ে বন্যার আশঙ্কার কথাও শোনা গেছে।
অন্যদিকে রবিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবার সকাল থেকে রোদ বৃষ্টির খেলার মধ্যে চলছিল কলকাতা। ভ্যাপসা আবহাওয়ার মাঝে দু এক পশলা বৃষ্টি উত্তাপ যেন আরও খানিকটা বাড়িয়ে তুলছিল। কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আগামী ৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়৷
Comments are closed.