রাজ্য সফরে বিজেপির সর্ব ভারতীয় সভাপত; রয়েছে একগুচ্ছ কর্মসূচি 

ফের একবার রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, প্রায় তিন দিনের রাজ্য সফরে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। শুক্রবার রাত ন’টায় দমদম বিমান বন্দরে নামবেন তিনি। সেখানে রাজ্য নেতৃত্ব তাঁকে স্বাগত জানাবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব জে পি নাড্ডাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।এরপর নিউটাউনে এক বেসরকারি হোটেলে রাত্রিযাপন করবেন।

শনিবার থেকে তাঁর কর্মসূচি শুরু হবে। শনিবার সকাল ১০ টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে সড়ক পথে রওনা হবেন বাগনানের উদ্দেশ্যে দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দিতে। এরপর সেখান থেকে তিনি যাবেন  দেউলটিতে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি পরিদর্শনে। শনিবারই কলকাতায় ফিরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৌঁছে সাক্ষাৎ করবেন পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সঙ্গে। পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় যারা ‘আক্রান্ত’ তাদের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে জেপি নাড্ডার। এছাড়াও সল্টলেকে দলীয় কার্যালয় পরিদর্শন, দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন সহ একঝাঁক কর্মসূচি রয়েছে তাঁর। এবং পাশপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক। সফরে এসে কী বার্তা দেন জেপি নাড্ডা, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব।

Comments are closed.