সত্যজিতের বিখ্যাত তিন ছবি কিনে নিচ্ছে মার্কিন সংস্থা; জানেন কোন তিনটি? 

সত্যজিৎ রায়ের তিনটি কালজয়ী ছবির স্বত্ব বিক্রি হয়ে যাচ্ছে মার্কিন মুলুকে। জানা গিয়েছে, আমেরিকার ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি জেনাস ফিল্মস কলকাতার প্রযোজকের কাছ থেকে গুপী গাইন বাঘা বাইন’, ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘প্রতিদ্বন্দ্বী’–এর স্বত্ব কিনতে চলেছে। ছবি তিনটির প্রযোজকের বর্তমান প্রজন্মের সঙ্গে ছবি কেনা নিয়ে আলোচনা শুরু করেছে মার্কিন সংস্থাটি।

১৯৫৬ সালে তৈরি জেনাস ফিল্মস ছিল প্রথম মার্কিন সিনেমা ডিস্ট্রিবিউশন কোম্পানি। সংস্থাটি একাধিক কিংবদন্তি পরিচালকের ছবি সংরক্ষণের কাজও করে থাকে। ইঙ্গমার বার্গম্যান, আকিরা কুরোসাওয়া, আন্দ্রেই তারকোভস্কি, ফেদেরিকো ফেলিনির মতো বিশ্ব বিখ্যাত পরিচালকদের ছবি সংস্থার লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। তবে সংস্থাটি যে এই প্রথম সত্যজিৎ রায়ের ছবি সংরক্ষণ করছে এমনটা নয়। এর আগে জেনাস ফিল্মস ‘অপু ট্রিলজি’র স্বত্ব কিনেও সংরক্ষণ করেছিল।

উল্লেখ্য, কিছু দিন আগে পথের পাঁচালি ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছিল। এর আগেও অগুনতি বার বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে বাঙালি পরিচলকের কাজ। মার্কিন সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, সত্যজিৎ রায়ের পুত্র ও পরিচালক সন্দীপ রায়।

Comments are closed.