রাজ্যে হবু শিক্ষকদের জন্য সুখবর। পুজোর আগেই ২৪ হাজার শিক্ষককে নিয়োগপত্র দিতে চলেছে রাজ্য সরকার। পুজোর পর আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। নিয়োগে মেধাই শেষ কথা। সোমবার নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগেই আপার প্রাইমারিতে ১৪ হাজার চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেবে রাজ্য সরকার। এবং প্রাইমারিতে ১০ হাজার শিক্ষক নিয়োগ হবে। সেই সঙ্গে পুজোর পরে মার্চ মাসের মধ্যে আরও সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে রাজ্য। সবমিলিয়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ হবে।
তবে এই বিপুল নিয়োগে দুর্নীতির কোন স্থান নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, আদালতে মামলা চলছিল বলেই নিয়োগ থমকে ছিল। চাকরি পেতে কাউকে ধরার দরকার নেই, কোনও লবি করার দরকার নেই। মেধাই বিবেচ্য। স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী জানান, এদিন রাজ্যের একাধিক দফতরের আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। স্কিল ডেভলপন্টের জন্য একটি কমিটি তৈরি করছে রাজ্য সরকার। যার নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন ব্যানার্জি।
Comments are closed.