ফের ব্যাপক সংখ্যায় নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মূলত স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। এছাড়াও খাদ্য দপ্তর, বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এমনই ঘোষণা করেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং ফিরহাদ হাকিম।
তাঁরা জানিয়েছেন, গ্রাম ও শহর দু’জায়গায়তেই স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে চাইছে রাজ্য। সে কারণেই স্বাস্থ্যক্ষেত্রে ১১ হাজার ৫২১ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। সেই সঙ্গে খাদ্য দপ্তরেও ৩৪২ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এছাড়া গত বছর ধারাবাহিক বজ্রপাতে একই দিনে ২৬ জনের মৃত্যু হয়েছিল। প্রত্যেক মৃতের পরিবারকেই চাকরি দেবে রাজ্য। পাশাপাশি চাকরি পাবে মগরাহাটে নিহত দুজনের পরিবারও।
সেই সঙ্গে মন্ত্রীরা জানিয়েছেন, রাজ্যে ট্রাক টার্মিনালগুলোতে একাধিক বিনিয়োমের অভিযোগ আসছে বেশ কয়েকদিন ধরে। নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাক টার্মিনালগুলিকে অধিগ্রহণ করা হবে। ওই টার্মিনালগুলিতেও প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য। সব মিলিয়ে ফের একবার রাজ্যে ব্যাপক নিয়োগ হতে চলেছে।
উল্লেখ্য তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিই তাঁর সরকারের অন্যতম লক্ষ্য। সেই মতো বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য। সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও দেশ-বিদেশের তাবড় তাবড় শিল্পতিদের যোগদানের সম্ভবনা রয়েছে। ব্রিটেন থেকেও একটি ৪৯ জনের প্রতিনিধি দল আসছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের ইচ্ছে নিয়ে। আর এর মধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর শোনালো নবান্ন।
Comments are closed.