পাখির চোখ বিনিয়োগ। শিল্প আনা এবং তা থেকে কর্মসংস্থান তৈরিতে মরিয়া রাজ্য সরকার। রাজ্যে শিল্প আনতে এবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমির দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার এ নিয়ে আলোচনা হয় বলে নবান্ন সূত্রে খবর। যদিও কত দাম কমানো হবে, কবে থেকে তা কার্যকর হবে, এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত বছরই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছিল, শিল্পের জন্য পাঁচ একরের বেশি জমি প্রয়োজন হলে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সুবিধা মিলবে। শিল্প তালুকে জমির জন্য শিল্পপতিদের আবেদন করতে বলা হয়েছিল। নবান্ন সূত্রে খবর, সেই আবেদনে শিল্পপতিদের তরফে তেমন সাড়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, শিল্পপতিদের একাংশ জমির দাম নিয়ে সন্তুষ্ট নয়। তাঁদের দাবি, রাজ্য জমির যে দাম ধার্য করেছে, ব্যক্তিগত মালিকানাধীন জমি তার থেকে কম দামে পাওয়া যাচ্ছে। যে কারণে শিল্পপতিদের একাংশের তরফে রাজ্যের কাছে জমির দাম কমানোর আবেদন করা হয়েছিল।
নবান্নের তরফে জানা গিয়েছে, শিল্পপতিদের আবেদনে সাড়া দিয়ে, জমির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এ নিয়ে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, শিল্পপতিদের আবেদন মেনে জমির দাম কমানো নিয়ে আলোচনা শুরু হয়েছে, এনিয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
Comments are closed.