‘টি আর পি র এ কি হাল! টপার ৭.৫ আর প্রাইম স্লটে সব সিরিয়াল ৫+! বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি কি তবে ধ্বংস হতে চলল?’- সব ধারাবাহিকের টিআরপি কম হওয়ায় আশঙ্কা প্রকাশ করলেন এক নেটিজেন! ভাইরাল টি.আর.পি লিস্ট
যে কোনো ধারাবাহিক কতটা জনপ্রিয় বা জনপ্রিয় নয় কত মানুষ তা দেখছে বা দেখছে না তা নির্ভর করে সেই ধারাবাহিক কতটা টিআরপি পাচ্ছে তার ওপর। একটা সময় বেঙ্গল টপার ধারাবাহিক গুলো ৯+,১০+ টিআরপি পেত আর প্রাইম স্লটের ধারাবাহিক গুলো সব ৮+ টিআরপি ধরে রাখত কিন্তু বর্তমান কালে দেখা যাচ্ছে যে বাংলা ধারাবাহিকের টিআরপির মান বেশ খারাপ। একটি বেঙ্গল টপার ধারাবাহিক টিআরপি পাচ্ছে ৭.৫ আর প্রাইম স্লটের বেশিরভাগ ধারাবাহিক টিআরপি পাচ্ছে ৫+। টিআরপির এই হাল দেখে রীতিমতো হতাশ হচ্ছেন নেটিজেনরা।
অনেকে আবার এও মনে করছেন যে এইরকম টিআরপির হাল দেখে তো এটাই মনে হচ্ছে যে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি বোধহয় এইবার শেষ হয়ে গেল তবে কেউ কেউ বলেছেন যে গল্পের মধ্যে একঘেয়েমি চলে আসায় এখন আর বেশিরভাগ মানুষ ধারাবাহিক দেখেন না তারা বিভিন্ন রকম ওয়েব সিরিজ দেখে থাকেন। সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে রয়েছে টিআরপি নিয়ে আলোচনা।
একজন নেটিজেন যেমন টিআরপি প্রসঙ্গে বেশ দীর্ঘ ব্যাখ্যা করে লিখেছেন, “আগে টিয়ারপি নিয়ে অনেক কথা বলতাম
এখন বলি না,,, আজকে ও বলি না,, কিন্তু টিয়ারপি র এই হাল কি,, টপার ৭.৫ নিয়ে,, প্রাইম স্লটে ৫+ টিয়ারপি দিচ্ছে সবাই,, তার তুলনায় সন্ধ্যার স্লটে গুড্ডির আর নবাবনন্দিনি র টিয়ারপি সেইম রয়েছে,, ৬.৩০ এর স্লটে সাহেবের চিঠি আর খেলনাবাড়ির একই টম জ্যারির খেলা,, তবে গাটছড়া র এত ভালো এপিসোড এ টিয়ারপি কিভাবে ৬+ এ নামল বোঝ লাম না,, আগে আলতা ফড়িং আর গোউরী র গ্যাপ খুব সামান্য ছিল কিন্তু তা এখন বেশি,, মিঠাই এর অবস্থা ও খারাপ,, এটা মনে হয় ওর সর্বনিম্ন টিয়ারপি,, ধুলোক্ণা চ্যানেল টপার হলেও টিয়ারপি খুব বেশীই বাজে,, ৮ঃ৩০ টার স্লটে ২জন ই ৫+,, লক্ষী অনেক পিছিয়েছে,, মাধবী প্রথম বার স্লট পেল,, সবচেয়ে বাজে অবস্থা ৯:০০ র স্লটে,, একেবারে ধংস হয়ে হেছে স্লট,, যেখানে ১০.০০ তে হর গোউরী ৪+ দেয় এক্কাদোক্কা স্লট লিড৪.৬ নিয়ে প্রথমবারের মতো,, এমনকি টানা কয়েক মাস ৬+ দেওয়া অনুরাগের ছোয়া ও হয়ে গেল ৫+
তবে কি বাংলার ইণ্ড্রাস্ট্রি (সিরিয়াল) ধংস হতে চলল”
কেন টিআরপির হাল এই রকম তা নিয়ে বলতে গিয়ে আর একজন নেটিজেনে আবার বলেছেন, “পুজোর উইক ছিলো আর এখন আগের মতো কেও সিরিয়াল দেখে না, সেই আগের দিনের মতো ভালো ও লাগে না”
Comments are closed.