Scam 1992: কে সুচেতা দালাল, যাঁর খবরের সূত্রে উঠে আসা নব্বইয়ের বম্বে শেয়ার বাজারের দুর্নীতি এখন ওটিটি প্ল্যাটফর্মে হটকেক?
করোনা এবং উৎসবের মরসুমে ঘরবন্দি মানুষ বিনোদন খুঁজে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। এই প্রেক্ষিতে পরিচালক হংসল মেহেতা পরিচালিত ‘Scam 1992: The Harshad Mehta Story’ কে চলতি বছরের অন্যতম ওয়েব সিরিজ বলা হচ্ছে। ব্যাপক জনপ্রিয় এই ওয়েব সিরিজের অন্যতম প্রধান চরিত্র, যাঁর হাত ধরে ১৯৯২ সালে ৪,৯৯৯ কোটি টাকার দুর্নীতি এবং শেয়ার বাজারে চলতে থাকা বেআইনি অর্থ নয়ছয়কে সাধারণের সামনে আসে, চেনেন সেই সুচেতা দালাল কে?
কে সুচেতা দালাল?
নব্বইয়ের দশকে সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত নামগুলির অন্যতম ছিল হর্ষদ মেহতা ও শেয়ার বাজারের দুর্নীতি। সেই আর্থিক দুর্নীতির গল্প ধরা পড়েছে হনসল মেহেতা পরিচালিত ওয়েব সিরিজে। যার মূল গল্প তৈরি হয়েছে সাংবাদিক সুচেতা দালাল ও তাঁর স্বামী দেবাশিস বসুর লেখা ‘The Scam: Who Won, Who Lost, Who Got Away’ বই থেকে অনুপ্রাণিত হয়ে। সিরিজে রাখা হয়েছে সুচেতার চরিত্রটি।
সুচেতা দালালের জন্ম মুম্বইয়ে। স্ট্যাটিস্টিকস নিয়ে কর্ণাটক কলেজ থেকে বিএসসি পাশ করে আইনের ডিগ্রি করেন বম্বে বিশ্ববিদ্যালয় থেকে। এরপর এক বিখ্যাত সংবাদমাধ্যমে যোগ দেন সুচেতা।
১৯৯৮ সাল পর্যন্ত দ্য টাইমস অফ ইন্ডিয়ার কনসাল্টিং এডিটর হিসেবে কাজ করা সুচেতা দালাল বিজনেস ও ইকনমিক উইং সামলাতেন। ৯০ এর দশকেই ভারতীয় অর্থনীতিতে একটি বড় ধাক্কা ছিল সিকিউরিটিজ স্ক্যাম, যার মাধ্যমে জাতীয় স্টক এক্সচেঞ্জের বিপুল পরিমাণ শেয়ারকে বেআইনিভাবে ট্রেডিং করা হয়। দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্মীরাও। যা সাংবাদিক সুচেতা দালালের রিপোর্টে উঠে আসে। দেশজোড়া তীব্র চাঞ্চল্য সৃষ্টি করা এই খবরের জন্য সুচেতার প্রধান সোর্স ছিলেন এসবিআইয়ের পিআর শাখার কর্মী শরদ ভিল্লারি। পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তৎকালীন গভর্নর এস ভেঙ্কটারামানণের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছিলেন সাংবাদিক সুচেতা। ১৯৯২ সালে হর্ষদ মেহেতা দুর্নীতি কাণ্ড, পরে ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক অফ ডেভেলপমেন্ট দুর্নীতি কাণ্ড, ২০০১ সালের কেতন পারেখ দুর্নীতির মতো একাধিক অর্থনৈতিক দুর্নীতি কাণ্ডের খবর সামনে এনে সাংবাদিক মহলে প্রবল জনপ্রিয় হয়ে ওঠেন সুচেতা দালাল। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মানিত এই সাংবাদিক, লেখক এখন মানিলাইফ ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর। লেখক হিসেবেও পাঠক মহলে সমাদৃত সুচেতা। স্বামী দেবাশিস বসুর সঙ্গে লেখা ‘The Scam: Who Won, Who Lost, Who Got Away’ বইয়ের ছত্রে ছত্রে উঠে এসেছে হর্ষদ মেহেতা দুর্নীতির কথা। এছাড়া ২০০০ সালে প্রকাশিত ‘A.D. Shroff: Titan of Finance And Free Enterprise’ নামে আরও একটি বই প্রকাশ করেন সুচেতা দালাল। এখন Sony LIV এর Scam 1992 ওয়েব সিরিজে সুচেতা দালালের চরিত্রে অভিনয় করা শ্রেয়া ধন্বন্থারিকে দেখে দু’ দশক ধরে নানা অর্থনৈতিক দুর্নীতির রিপোর্ট সামনে আনা বাস্তবের সুচেতা দালালকে জানতে উৎসাহী হয়ে পড়েছেন নেটিজেনরা।
Comments are closed.