কিছুদিন আগেই বাবা হয়েছেন মুকেশ আম্বানি পুত্র আকাশ আম্বানি। কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউই তাঁর নাম জানিনা । কিন্তু এবার প্রকাশ্যে এলো ওই খুদের নাম। যথারীতি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি নাতির নাম রাখলেন ”পৃথিবী আকাশ আম্বানি”। প্রসঙ্গত কিছু দিন আগেই বিয়ের মাত্র এক বছরের মধ্যেই খুশির খবর দেন অম্বানি পুত্রবধূ।
View this post on Instagram
২০১৯ সালে ৯ মার্চ মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির সঙ্গে বিয়ে হয় রাসেল মেহতার মেয়ে শ্লোকার। চোখ ঝলসানো অনুষ্ঠানের মাধ্যমে আকাশ-শ্লোকার চার হাত এক করে দেওয়া হয়। অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর বা প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ছাড়াও অনেকেই আমন্ত্রিত ছিলেন আকাশ-শ্লোকার বিয়েতে। সপ্তাহ দুই আগেই এক পুত্র সন্তানের জন্ম দেন আকাশের স্ত্রী শ্লোকা মেহতা। শ্লোকা এবং সদ্যোজাত দুজনেই ভাল আছেন বলে খবর।
গত বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকাশ আম্বানি। ছোটবেলার বান্ধবী শ্লোকা মেহতার সঙ্গে বিয়ে হয় আকাশের। এমনকি সুখবর পেতেই খুশির হাওয়া বইছে আম্বানি পরিবারে। অসংখ্য শুভেচ্ছা বার্তাও এসেছিলো আম্বানি পরিবারে।
Comments are closed.