হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহ শেষে তাপমাত্রার পারদ নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। সেইমত কলকাতার তাপমাত্রাও নেমে গিয়েছে ১৪ ডিগ্রিতে। জেলাগুলিতেও কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে ইতিমধ্যেই শৈতপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবারের মধ্যে ৪ ডিগ্রি পারদ পতন হতে পারে। কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় দিনেও কুয়াশা থাকবে। মালদা, কোচবিহার দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে ১০ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রার পারদ। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপট জারি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে চলতি সপ্তাহের শেষে। দার্জিলিং, কালিম্পং জেলার একাংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা নেই।
এদিন দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
Comments are closed.