তাপমাত্রা কিছুটা কমলেও শীতের বাধা নিম্নচাপ, কলকাতায় কবে জাঁকিয়ে ঠান্ডা? 

জেলায় জেলায় ঠান্ডা পড়লেও কলকাতার তাপমাত্রা এখনও কিছুটা বেশি। যদিও সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার তা কমে হয় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ১ ডিগ্রি বেশি ছিল। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যে কারণে কলকাতা ও আশপাশের জেলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের প্রভাব কমলে শহরে তাপমাত্রার পারদ কমবে বলে জানা যাচ্ছে। হওয়া অফিসের তরফে বলে হয়, বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমতে পারে। আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৩ থেকে ৪ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানা গিয়েছে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে এখনও কিছু দিন বাকি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

এদিকে নিম্নচাপের প্রভাব থাকলেও বৃষ্টির কোনও সম্ভবনা নেই। আবহাওয়া দফতরের তরফে খবর, কলকাতা বা আশপাশের অঞ্চলে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। মাঝের কদিন আবহাওয়ার বিশেষ পরিবর্তনও হবে না। 

Comments are closed.