মাঝে দিন কয়েক তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। তবে এবার ফের আবহাওয়ার বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই ফের তাপমাত্রা কমতে পারে। হাওয়া অফিস সূত্রে তেমনটাই খবর।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালী হাওয়ার বদলের কারণে দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া ঢুকছে। যে কারণে, দক্ষিণবঙ্গে এখন পুরোদমে হেমন্তের আমেজ। যদিও রাত এবং ভোরের দিকে তাপমাত্রার হেরফের হবে কিছুটা। তবে কালীপুজোর মধ্যেই রাজ্যে পুরোদমে শীত প্রবেশ করবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে নেমে যাবে আগামী কয়েক দিনের মধ্যে। একই সঙ্গে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ২০ ডিগ্রিরও নীচে নেমে আসবে। এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ ফিরবে। কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতে শীতের আমেজ ফিরলেও পশ্চিমের জেলাগুলোতে তা অধিক মাত্রায় বোঝা যাবে।
Comments are closed.