ছিনতাইয়ের ১০ দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার সহ ৫৫ হাজার টাকা ও খোয়া যাওয়া সব জিনিস ফিরিয়ে দিল পুলিশ
ছিনতাই হয়েছিল ৫৫ হাজার টাকা ও বেশকিছু দামী সামগ্রী। ১০ দিনের মধ্যেই পুলিশের তৎপরতায় তা ফেরত পেল ব্যবসায়ী। মালদার মানিকচকের ঘটনা। পাশাপাশি দুষ্কৃতী দলকে গ্রেফতার করে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ।
গত ১৬ জানুয়ারি রবিবার মানিকচকের মোহনা এলাকায় হাই রোডের ওপর দিয়ে যাচ্ছিলেন রতন সাহা নামে এক ব্যবসায়ী। তাঁর কাছ থেকে থেকে ৫৫ হাজার টাকা সহ তাঁর ব্যবসার সব নথিপত্র ছিনতাই করে তিন দুষ্কৃতী। এই ঘটনার চারদিনের মধ্যেই বসির আলি, সাদিকুল ও সোলেমান আলি নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এদের বাইক দিয়ে ছিনতাই করতে সাহায্য করেছিল সোলেমান নামে এক ব্যক্তি। তার বাইকটিও বাজেয়াপ্ত করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা ৫৫ হাজার টাকা ছাড়াও একটি মোবাইল, ডায়েরি ও একটি চাবি উদ্ধার করা হয়।
পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হার্ডওয়্যারের ব্যবসায়ী তথা মালদা মার্চেন্ট অফ চেম্বার্সের সদস্য রতন সাহা। তিনি জানিয়েছেন, ছিনতাইয়ের অভিযোগ দায়েরের পরই পুলিশ তৎপরতার সঙ্গে দুষ্কৃতীদের গ্রেফতার করে সমস্ত জিনিস উদ্ধার করে হাতে তুলে দিয়েছে। এটা পুলিশের বিশাল সাফল্য।
Comments are closed.